শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজধানীর ২৩ লাখ মানুষকে কলেরা টিকার প্রথম ডোজ 

আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৭:৪১

রাজধানীর ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ মানুষকে কলেরার মুখে খাওয়ার টিকা দেওয়া হয়েছে। সোমবার (৪ জুলাই) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) এই তথ্য জানিয়েছে।

রাজধানীর দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর, সবুজবাগ ও যাত্রাবাড়ী এলাকায় গত ২৬ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে কলেরার এই টিকা দেওয়া হয়। 

ছবি: সংগৃহীত

আইসিডিডিআরবির হাসপাতালে আসা রোগীদের ৫০ শতাংশ এসেছিল এই পাঁচ এলাকা থেকে। প্রথম ডোজের ১৪ দিন পর দ্বিতীয় ডোজ খাওয়ানোর কথা রয়েছে। 

তবে মিরপুর এলাকায় সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে। সেখানে ৬ লাখ ৪০ হাজার ৩২ জনকে কলেরার টিকা খাওয়ানো হয়েছে। 

ইত্তেফাক/এএএম