ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।
এবছর ‘ঘ’ ইউনিটে ৭১ হাজার ২৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন মাত্র ৬ হাজার ১১১ জন, যা মোট শিক্ষার্থীর ৮ দশমিক ৫৮ শতাংশ। বাকি ৯১ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। ‘ঘ’ ইউনিটে মোট আসন ১ হাজার ৩৩৬টি।
সর্বোমোট ৭১ হাজার ২৬২ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে সমন্বিতভাবে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ১১১ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ৪ হাজার ৮১১ জন, মানবিক বিভাগ থেকে পাস করেছেন ২৯৫ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে পাস করেছেন ১ হাজার ৫ জন।
যেভাবে ফল জানা যাবে
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট, ব্যবসায় শিক্ষার অনুষদের ডিন অফিস ও এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। এ ছাড়াও, আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে থেকে DU GHA <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানতে পারবেন।
এর আগে, গত ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। উত্তীর্ণ শিক্ষার্থীরা ৭ থেকে ২৮ জুলাই পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন।