রবিবার (১০ জুলাই) দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন হবে। ওই দিন রাত ১০টার মধ্যে প্রত্যেককেই নিজ নিজ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে হবে। এবং সিটি করপোরেশন ও পৌরসভাগুলোও একই দায়িত্ব নিতে হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনার এসব নির্দেশনার কথা জানান।
যত্রতত্র কোরবানির পশুর হাট না বসানোর অনুরোধ জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘নির্দিষ্ট হাটের বাইরে পশুর হাট বসিয়ে কিংবা মহাসড়কে হাট বসিয়ে যাতে মানুষের চলাচলে কেউ বাধা সৃষ্টি না করতে পারে, সেজন্য সিটি করপোরেশন ও জেলা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেইসঙ্গে হাট বাজারে মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করে ও নিয়মিত মাস্ক ব্যবহার করে, সেটা নিশ্চিত করারও নির্দেশনা দেওয়া হয়েছে।’