শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আরও ৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি  ইত্তেফাক অনলাইন ডেস্ক

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৯:৩৭

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১ জন। এ নিয়ে সারাদেশে মোট ১৩২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। বৃহস্পতিবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ২৮ জন ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। ঢাকার বাইরের তিনজন। সারাদেশে বর্তমানে মোট ১৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৪৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ২১৪ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। সর্বশেষ গত ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। আর মারা যান ১০৫ জন।

ইত্তেফাক/এনএ/ইউবি