শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাসের ছাদে ও পিক-আপে করে বাড়ি যাচ্ছে মানুষ 

আপডেট : ০৮ জুলাই ২০২২, ১২:১২

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে নিজ নিজ গন্তব্যে ফিরছেন কর্মজীবীরা। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে আজ সকালেও যানবাহনের ব্যাপক চাপ দেখা দিয়েছে। তবে, যানজটের সৃষ্টি হয়নি।

শুক্রবার (৮ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, টাঙ্গাইল রাবনা বাইপাস সড়ক থেকে সেতুর পূর্বপাড় পর্যন্ত গাড়ির ব্যাপক চাপ।  নিষেধাজ্ঞা সত্ত্বেও মানুষ বাসের ছাদে, পিক-আপে করে বাড়ি যাচ্ছেন। যানজট যাতে না হয়, সেজন্য মহাসড়কে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ।

তবে, বৃহস্পতিবার (৭ জুলাই) ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী গাড়ির চাপে দীর্ঘ ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছিল। এতে নানা ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ যাত্রীরা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, ‘সড়কে যানবাহনের চাপ আছে, তবে যানযট নেই। নিষেধাজ্ঞা সত্ত্বেও মানুষ বাসের ছাদে, পিক-আপে করে বাড়ি যাচ্ছে। যানজট যাতে না হয়, সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।’

ইত্তেফাক/মাহি