শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাটুরিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ

আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৮:৩৬

ঈদ উপলক্ষে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচার কাজিরহাট রুটে ফেরি ও লঞ্চে ঘরমুখী মানুষের প্রচণ্ড ভিড় ও যানবাহনের চাপ দেখা গেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর ২১টি মধ্যে ১৮টি ফেরি পাটুরিয়া রুটে চলাচল করছে। 

কর্মকর্তারা জানান, তীব্র স্রোত ও ঢেউয়ের কারণে ফেরি চলাচল কিছু বিলম্বিত হলেও যাত্রী ও যানবাহন চাপ সামাল দিতে তৎপর রয়েছে। 

জানা গেছে, পদ্মা সেতু যোগে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ রয়েছে। এ কারণে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর গন্তব্যে যেতে বিপুল সংখ্যক মোটরসাইকেল এ ঘাট দিয়ে পার হচ্ছে। ফেরিতে যাত্রী ও মোটরসাইকেল পারাপারের ক্ষেত্রে ঠিকাদার নিযুক্ত রয়েছে। প্রতি মোটরসাইকেলের ভাড়া ১০০ টাকা। আর যাত্রী ভাড়া ২৫ টাকা। বাস-ট্রাকের তুলনায় এ রুটে ছোট গাড়ি পার হচ্ছে বেশি। 

শিবালয় বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, যাত্রী নিরাপত্তায় মহাসড়ক ও ঘাটের গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি নজরদারিসহ নানা প্রস্তুতি রয়েছে। 

ইত্তেফাক/এএএম