ঈদ উৎসবে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর অনুষ্ঠান নানা আয়োজন দিয়ে সাজানো থাকে। এবারের ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না। এবার ঈদের দিন টেলিভিশন চ্যানেলগুলোতে থাকছে বেশকিছু সিনেমা। চলুন জেনে নেওয়া যাক কোন টিভিতে কোন সিনেমা প্রচার হবে-
বিটিভি
দুপুর ২-৩৫ দেখানো হবে ‘তোমার জন্য মরতে পারি’ সিনেমা। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, সুচরিতা, আহমেদ শরীফ।
চ্যানেল আই
সকাল ১০টা ১৫ মিনিটে রয়েছে ‘যা হারিয়ে যায়’। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, ঝিলিক জান্নাত, তুষার খান।
এনটিভি
সকাল ১০টা ৫ মিনিটে দেখা যাবে ‘সেরা নায়ক’ সিনেমা। এতে অভিনয় করেছেন- শাকিব খান, অপু বিশ্বাস, সুচরিতা, আলীরাজ।
এটিএন বাংলা
সকাল ১০টা ২০ মিনেটে থাকছে ‘এক টাকার দেনমোহর’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, সোহেল রানা। দুপুর ২টা ৫০ মিনিটে থাকছে ‘মাই নেম ইজ খান’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, সোহেল রানা, মিশা সওদাগর।
আরটিভি
সকাল ১০টা ১০ মিনিটে দেখানো হবে ‘আমি নেতা হব’। অভিনয়ে শাকিব খান, বিদ্য সিনহা মিম।
বাংলাভিশন
সকাল ১০টা ৫ মিনিটে থাকছে ‘প্রিয়া আমার জান’। এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস।
বৈশাখী টিভি
দুপুর ২টা ৪০ মিনিটে দেখা যাবে ‘মায়ের জিহাদ’। অভিনয়ে ফেরদৌস, শাবনূর, সোনিয়া।
একুশে টিভি
সকাল ৯টা ৩০ মিনিটে থাকছে ‘পিয়া আমার পিয়া’। শাকিব খান, সাহারা, মিশা সওদাগর। এছাড়া দুপুর ২টা ৩০ মিনিটে দেখা যাবে ‘মাটির ঠিকানা’। শাকিব খান, পূর্ণিমা।
দীপ্ত টিভি
দুপুর ১টায় প্রচার হবে ‘স্ম্ফুলিঙ্গ’। অভিনয়ে পরীমণি, শ্যামল মাওলা, জাকিয়া বারি মম।
মাছরাঙা টিভি
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘মোল্লা বাড়ির বউ’। মৌসুমী, রিয়াজ, শাবনূর, এটিএম শাসসুজ্জামান।
নাগরিক টিভি
সকাল ১০টা ১৫ মিনিটে দেখা যাবে ‘স্বামীর সংসার’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। দুপুর ১টা ০৫ মিনিটে ‘পূর্ণ্যদৈর্ঘ্য প্রেম কাহিনী’। শাকিব খান, জয়া আহসান। বিকেল ৪টা ১৫ মিনেটে দেখা যাবে ‘পূর্ণ্যদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’। অভিনয়ে শাকিব খান, জয়া আহসান, ইমন।
দুরন্ত টিভি
বেলা ৩টা দেখানো হবে অ্যানিমেশন সিনেমা ‘মিনোস’।
চ্যানেল নাইন
দুপুর ১টায় রয়েছে ‘ঢাকা অ্যাটাক’। আরেফিন শুভ, মাহিয়া মাহি, তাসকিন রহমান।