শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাবা-ছেলের

আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৬:০২

ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হন। শনিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-জামালপুর সড়কের মানকোন তেঘুরিয়া এলাকায় একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে একটি বাসের ধাক্কায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী সোহেল (৪৫) ও তার দেড় বছর বয়সী শিশু পুত্র মোহাম্মদ আলী। আহত পাঁচজন একই পরিবারের । তারা জামালপুর সদর উপজেলার গোদা শিমলা এলাকার বাসিন্দা।

মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী রংধনু এক্সপ্রেস পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার সব যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্মরত চিকিৎসক সোহেল ও তার শিশু পুত্র মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন । আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । 

 

ইত্তেফাক/ইউবি

এ সম্পর্কিত আরও পড়ুন