শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঈদের ছুটি শেষে আজ অফিস খুলেছে

আপডেট : ১২ জুলাই ২০২২, ০৯:০০

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করছেন। এদিকে ঈদের সরকারি ছুটি শেষ হয়েছে গতকাল সোমবার। আজ মঙ্গলবার থেকে অফিস খুলেছে।

ঈদুল আজহা উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই ঈদের ছুটি ছিল।  তবে মঙ্গলবার অফিস খুললেও অনেক সরকারি কর্মকর্তা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নিয়েছেন। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রবিবার (১৭ জুলাই) অফিস জমজমাট হতে পারে।

যুব উন্নয়ন অধিদফতরে চাকরি করেন সাইফুল ইসলাম। তিনি ৭ জুলাই শেষ অফিস করেছেন। তিনি জানান, ঈদের সঙ্গে তিনি তিনদিন ছুটি নিয়েছেন। সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক রয়েছে। আগামী ১৭ জুলাই তিনি অফিস করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সরকারি অফিস খুললেও অনেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নেওয়ায় আগামী রবিবার (১৭ জুলাই) মূলত অফিসে কর্মচাঞ্চল্য ফিরবে। যারা গ্রামে যাননি তারা আগামীকাল থেকেই অফিস করবেন। 

ইত্তেফাক/এমআর