শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ট্রেনের টিকিট পেতে কমলাপুরে ভিড়

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০১:১৭

স্বজনদের সঙ্গে ঈদ করে যখন মানুষ ঢাকায় ফিরছেন, তখনো ঢাকা থেকে বাড়ি যাওয়ার জন্য ট্রেনের টিকিট পেতে স্টেশনে ভিড় করছেন অনেকে। কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে এমন চিত্রই দেখা যাচ্ছে। যাত্রীরা বলেন, ঈদের আগে বাড়ি যেতে দুর্ভোগ পোহাতে হয়, তাই পরিবার নিয়ে ঈদের পরে বাড়ি যাচ্ছেন। 

মঙ্গলবার (১২ জুলাই) সকাল থেকেই আজ ও অন্য দিনের আগাম টিকিট পেতে ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে কমলাপুর রেলস্টেশনে। 

গাইবান্ধায় যেতে টিকিট কাটতে আসা আফসানা ইসলাম নামে এক যাত্রী বলেন, তারা ঢাকায় ঈদ করেছেন। এখন স্বজনদের সঙ্গে দেখা করতে বাড়ি যাওয়ার জন্য টিকিট কাটতে এসেছেন। 

পাবনার ঈশ্বরদী যেতে আগাম টিকিট পেতে লাইনে দাঁড়ানো জসিম উদ্দিন বলেন, ‘ঈদের পর বাড়ি যাচ্ছি, তার পরেও টিকিটের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। পরিবারের সঙ্গে ঢাকায় ঈদ করেছি। এখন ব্যক্তিগত কাজে বাড়িতে যাচ্ছি। ভেবেছিলাম এলেই টিকিট পাব, কিন্তু পাচ্ছি না। কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হবে, তা বলতে পারব না।’

ইত্তেফাক/এমএএম