শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

কোটালীপাড়ায় ২০০ বছরের বটগাছটি ভেঙে পড়লো

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৫:২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পারকোনা গণেশ পাগল সেবাশ্রমের দুই শতবর্ষী বটগাছটি ভেঙে পড়েছে। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে সেবাশ্রমের শত শত ভক্ত গাছটি দেখার জন্য আশ্রমে ভিড় করেন। 

সোমবার সন্ধ্যায় প্রায় এক একর জায়গা জুড়ে বিস্তৃত বটগাছটি ভেঙে পড়ে। এ সময় বটগাছের নিচে থাকা সেবাশ্রমের আটচালাটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। মঙ্গলবার সকাল থেকে সেবাশ্রমের লোকজন গাছটি অপসারণের কাজ শুরু করেছে। সম্পূর্ণ গাছটি অপসারণ করতে ১০-১৫ দিন সময় লাগবে বলে জানিয়েছেন গণেশ পাগল সেবাশ্রম মন্দির কমিটির সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস। 

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র বালা বলেন, গণেশ পাগল এ বটগাছের নিচে বসে সাধনা করতেন। তার দেহ ত্যাগের পরে এখানে তার নামে আশ্রম গড়ে ওঠে। 

উপজেলার তারাকান্দর গ্রামের ভক্ত গৃহবধূ অঞ্জনা রায় বলেন, এই বটগাছটিকে ঘিরে অত্র এলাকার হিন্দু সম্প্রদায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে। 

উপজেলা বন কর্মকর্তা এফ আলম বলেন, গাছটি কাটার পরে গোড়ার রিং দেখে এর আনুমানিক একটি বয়স নির্ধারণ করা যায়। তবে প্রাথমিকভাবে গাছটি দেখে ২০০ বছরের অধিক বয়স মনে হচ্ছে।

ইত্তেফাক/এমএএম