শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

২১ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ ডিএসসিসি’র

আপডেট : ১৩ জুলাই ২০২২, ১১:৪০

ঈদুর আজহার ৩ দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন  প্রায় ২১ হাজার মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে অপসারণ করেছে। 

গত ৯ জুলাই সন্ধ্যা ৬টা হতে মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ হাজার ৮৮০টি ট্রিপের মাধ্যমে মোট ২০ হাজার ৬২৬.৩৪ মেট্রিক টন কোরবানির পশু ও পশুর হাটের বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে অপসারণ করা হয়েছে।   

উল্লেখ্য, ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও প্রথম দিনে মাত্র সোয়া ১১ ঘণ্টায় সব ওয়ার্ড হতে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়।

ইত্তেফাক/এসজেড