শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

‘হোটেল নিরিবিলি’তে শবনম ফারিয়া সঙ্গে ফারহান

আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৫:২৮

‘হোটেল নিরিবিলি’ নামে ঈদের একটি অন্তর্জাল সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এতে রানু চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর নাসির চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।

গ্রামের ছেলে নাসির। চাকরির খোঁজে ঢাকা আসে। কিন্তু তার চাকরি হয় না। মায়ের মন ভেঙে যাওয়ার ভয়ে সে গ্রামেও ফিরে যায় না। তখন সে একটা হোটেলে অনুরোধ করে চাকরি নেয়।

এদিকে হোটেলে রান্নার কাজ করতো রানু। তার সঙ্গে নাসিরের সম্পর্ক হয়। রানু নাসিরকে ট্র্যাপে ফেলে বিয়ে করে। নাসির প্রথমে না মানলেও পরে রানুকে স্ত্রীর মর্যাদা দেয়। কিন্তু পরে দেখা যায় তাদের বিয়ের আগে থেকেই রানু গর্ভবতী! এমনই এক জটিল গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানান, ‘সিনেমাটির গল্পে অনেক লেয়ার আছে। যেখানে নাসির ও রানুর সম্পর্কের বাইরেও উঠে এসেছে অস্ত্র ও রাজনীতির নির্মমতা। আশা করছি দর্শকরা থ্রিলার ঘরানার এই সিনেমাটি উপভোগ করবেন।’  

আগামীকাল (১৪ জুলাই) বেলা ২টা ১০ মিনিট থেকে আরটিভিতে সিনেমাটি দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শরাফ আহমেদ জীবন প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ