শনিবার, ০৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নির্বিঘ্নে ঢাকা ফিরছে মানুষ, চাপ বাড়বে আজ ও কাল

আপডেট : ১৫ জুলাই ২০২২, ০৬:০০

পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে বাস, ট্রেন ও লঞ্চে করে রাজধানীতে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঈদযাত্রায় ভোগান্তি হলেও ঢাকায় ফিরছে মানুষ নির্বিঘ্নে। গত বুধবার অফিস-আদালত, গার্মেন্টসসহ অন্যান্য কলকারখানা খোলার দ্বিতীয় দিনে ঢাকার প্রবেশমুখে যানবাহনের কিছুটা জটলা দেখা গেলেও রাজধানীর অভ্যন্তর ছিল ফাঁকা। বুধবার বাড়ি ফেরা মানুষের চাপ কম থাকলেও গতকাল বৃহস্পতিবার তা বেড়েছে।

কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল, মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রীর চাপ লক্ষ করা গেছে। পরিবহনকর্মীরা জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা বাসে যাত্রীদের চাপ বেড়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ঈদ শেষে যাত্রীবোঝাই লঞ্চ ভিড়তে দেখা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, বৃহস্পতিবার খুব বেশি মানুষ না এলেও আজ শুক্রবার ও আগামীকাল শনিবার যাত্রীর চাপ বাড়তে থাকবে। মূলত শুক্রবারের পরে ঢাকায় ফেরা মানুষের চাপ তৈরি হতে পারে। এদিকে বিপুলসংখ্যক কর্মজীবী ও সাধারণ মানুষ না ফেরায় রাজধানীর গণপরিবহনের সংখ্যাও কম দেখা যাচ্ছে। অব্যবস্হাপনার কারণে উত্তরবঙ্গের রেল ও সড়ক উভয় পথে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছিল। তবে ফিরতি পথে ভোগান্িত কম হয়েছে বলে জানা গেছে যাত্রীদের কাছ থেকে।

জানা গেছে, ধূমকেতু এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস রংপুর, দিনাজপুর ও খুলনার দিক থেকে কমলাপুর রেল স্টেশনে আসার পর যাত্রী নিয়ে আবার ছেড়ে গেছে। এর আগে ভোরের ট্রেনগুলোও শিডিউল অনুযায়ী কমলাপুর রেল স্টেশনে পৌঁছেছে। যমুনা, উপবন, তূর্ণা নিশিথা ও পারাবত এক্সপ্রেস ভোরে ঢাকায় পৌঁছেছে। মোহনগঞ্জ এক্সপ্রেস, এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন শিডিউল অনুযায়ী কমলাপুর রেল স্টেশনে পৌঁছেছে। কিন্তু ব্যতিক্রম ছিল রংপুর এক্সপ্রেস। সকাল ৯টা ১০ মিনিটে আসার কথা থাকলেও সেটি ১০টা ২০ মিনিটে কমলাপুরে পৌঁছেছে এবং তারপর সেটি রেল স্টেশন থেকে ছেড়ে গেছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, বৃহস্পতিবার ঢাকার বাইরে যাওয়া যাত্রীর সংখ্যা ছিল স্বাভাবিক। তবে ঢাকায় ফেরা যাত্রী বেড়েছে। আগামীকাল (আজ) ও শনিবার ঢাকায় ফেরা এই যাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি হবে। তিনি আরো বলেন, ফেরার ট্রেনে তেমন দেরি হয়নি। কিন্তু রংপুর এক্সপ্রেস এক ঘণ্টা দেরিতে ঢাকায় ফিরেছে। এছাড়া সব ট্রেন ঠিক সময়ে এসেছে এবং ঠিক সময়ে ছেড়ে গেছে। নিয়মিত ৩৭ জোড়া ট্রেন চলাচল করে সারা দেশে। ঈদে তিনটি আন্তঃনগর স্পেশাল ট্রেন ছিল। মোট ৪০ জোড়া ট্রেন চলেছে ঈদুল আজহার সময়। সেগুলো শনিবার থেকে আর চলবে না। আবারও ৩৭ জোড়া ট্রেন যাতায়াত করবে।

কমলাপুর রেল স্টেশনে অপেক্ষা করে দেখা গেছে, ঈদের ছুটি শেষে কর্মস্হলে যোগ দিতে রাজধানীতে ফিরছে হাজারও মানুষ। প্রতিটি ট্রেনই শতভাগ যাত্রী নিয়ে কমলাপুরে পৌঁছেছে। কোনো কোনো ট্রেনে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন করতেও দেখা গেছে। অন্যদিকে যারা বিভিন্ন কারণে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যেতে পারেননি, তারা ঈদের পরে বৃহস্পতিবার ঢাকা ছাড়তে শুরু করেছেন।

ইত্তেফাক/এএইচপি