মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রঞ্জিত মল্লিকের বাড়িতে আলমগীর-রুনা লায়লা

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৪:৩৭

কলকাতার সিনেমায় কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে অতিথি হয়েছেন বাংলাদেশের নন্দিত তারকা দম্পতি আলমগীর-রুনা লায়লা। ঈদের দাওয়াত হিসেবে এই আমন্ত্রণ।

সেই আনন্দঘন মুহূর্তের ছবি নিজেই ফেসবুকে শেয়ার করেছেন রুনা লায়লা। ছবিতে রঞ্জিত মল্লিক, তার স্ত্রী দীপা মল্লিক ও কন্যা কোয়েল মল্লিকের সঙ্গে হাস্যোজ্বল মুখে ক্যামেরাবন্দি হয়েছেন আলমগীর-রুনা।

পবিত্র ঈদুল আজহা কলকাতায় উদযাপন করেছেন আলমগীর ও রুনা লায়লা দম্পতি। এই খবর শুনেই দাওয়াত দিয়েছেন রঞ্জিত মল্লিক।

এ নিয়ে রুনা লায়লা বলেন, ‘কলকাতায় এলেই এখানকার বন্ধু ও ভালোবাসার মানুষদের বাড়িতে বেড়াতে যাওয়া লাগে। রঞ্জিত মল্লিক সাহেবের পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। কলকাতায় এসেছি শুনেই তাঁরা দাওয়াত করেছেন। তাই বিকেলে তাঁদের বাসায় গিয়েছিলাম। সুন্দর একটা সন্ধ্যা কাটিয়ে এসেছি।’

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন