মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মাহমুদউল্লাহর সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত নেবেন পাপন

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৯:২১

দীর্ঘদিন ধরেই ব্যাট হাতে ফর্মে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টিতে তার অধিনায়কত্ব নিয়েও বারবার প্রশ্ন উঠছে। এতদিন বিষয়টি নিয়ে কোনো কথা না বললেও এবার আর দুশ্চিন্তা লুকাতে পারেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই সবকিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চান বিসিবি বস।

রবিবার (১৭ জুলাই) মিরপুরে বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন বলেন, ‘টি-টোয়েন্টিতে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিলে খুব একটা পরিবর্তন হবে বলে মনে হয় না। এখানেও দীর্ঘ মেয়াদে ভাবতে হবে। অধিনায়কত্ব নিয়ে আজকে কথা হয়নি। সিদ্ধান্ত নিতে মাসখানেক লাগবে। অধিনায়ক দেশে আসুক, তার সঙ্গে আগে বসতে হবে।’

মাহমুদউল্লাহর অফফর্ম নিয়ে তিনি বলেন, ‘রান পাচ্ছে না বলেই রিয়াদকে নিয়ে এত কথা হচ্ছে, ওর নামটা আসছে। সে দেশে আসলে আমি কথা বলব। আশা করি রান পেলে ঠিক হয়ে যাবে।’

বোর্ড সভায় টেস্ট ও টি-টোয়েন্টির পারফরম্যান্স নিয়েও কথা হয়েছে। সে প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘এই দুই ফরম্যাটে আমরা ভালো করছি না। টেস্ট নিয়ে কিছু পরিকল্পনা করেছি। তবে ঘরোয়াতে কী করলে প্রতিযোগিতাপূর্ণ হবে, তা বুঝতে পারছি না। এখনকার উইকেট আগের তুলনায় ভালো। আহামরি পরিবর্তন সম্ভব হবে বলে আমার কাছে মনে হয় না। প্রতিযোগিতাপূর্ণ করার একটা উপায় আছে, জাতীয় দলের ক্রিকেটারদের খেলাতে হবে। যদি তাদের খেলাতেই না পারি তাহলে কন্টেস্ট হবে কীভাবে। আমাদের মধ্যে আলোচনা চলছে, কমিটি হয়েছে। দেখা যাক কী হয়।’

ইত্তেফাক/টিএ

এ সম্পর্কিত আরও পড়ুন