বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন স্টোকস

আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৮:২২

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ড জাতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকস। সোমবার (১৮ জুলাই) তিনি এক টুইট বার্তায় এই ঘোষণা দেন। 

মঙ্গলবার ডারহামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ খেলবেন তিনি। এর পর তাকে আর ইংল্যান্ডের রঙিন জার্সিতে দেখা যাবে না। 

১০৩ ওয়ানডে খেলে তিনি ২ হাজার ৯১৯ রান করেছেন। এক ইনিংসে তার সর্বোচ্চ রান অপরাজিত ১০২। ওয়ানডে ক্রিকেটে তার স্ট্রাইক রেট ৯৫ দশমিক ২৬। তিনি তিনটি শতক ও ২১টি অর্ধশতক হাকিয়েছেন।

ইংল্যান্ডের হয়ে ৩১ বছর বয়সী এই ক্রিকেটার ২০১৯ বিশ্বকাপের ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে বিশ্বকাপের শিরোপা জিতিয়েছিলেন।

 বেন স্টোকস।

বেন স্ট্রোকস বর্তমান বিশ্বের সফলতম অলরাউন্ডার। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে করেছেন একের পর এক রেকর্ড। 

 

ইত্তেফাক/ইউবি

এ সম্পর্কিত আরও পড়ুন