শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তালেবান ক্ষমতা গ্রহণের পর বাস্তুচ্যুত হয়েছে ৭০০ পরিবার

আপডেট : ২১ জুলাই ২০২২, ১৩:৫৯

আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেওয়ার পর পাঞ্জসির থেকে বাস্তচুত হয়েছে সাত শতাধিক পরিবার। এসব পরিবার নিরাপত্তাজনিত কারণে পাঞ্জসির থেকে পারওয়ানে স্থানান্তরিত হয়েছে।

টোলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পারওয়ানের শরণার্থী ও প্রত্যাবাসন বিভাগের কর্মকর্তা ফারাইদুন নুরি বলেন, পাঞ্জসির থেকে ৭৪৮টি পরিবার পারওয়ানে এসেছে। এসব পরিবার সংঘাতের কারণে তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

বাস্তুচ্যুতদের একজন ৯০ বছরের বৃদ্ধা বেবে বেগম। তিনি বলেন, আমাদের কোনো কাপড় নিতে দেওয়া হয়নি। এমনকি পানিও তারা পান করতে দেয়নি। আমরা এখন এখানে আছে। খাবার ছাড়া দিন যাপন করতে হচ্ছে।

দিলাওয়ার নামে আরেক বাস্তুচ্যুত বলেন, এক মাসের মতো হবে আমরা পাঞ্জসির ছেড়ে এখানে এসেছি। আমি এবং আমার পরিবার কিছুই নিয়ে আসতে পারিনি। তারা (তালেবান) আমাদের উপর নির্যাতন করেছে। তারা বলে, অস্ত্র বের করো। তোমরা গনি সরকারের সমর্থক।

এদিকে, পাঞ্জসিরের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান নাসরুল্লাহ মালেকজাদাহ বলেছেন, শরণার্থী ও প্রত্যাবাসন বিভাগ ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে সহায়তা দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে।

ইত্তেফাক/টিআর