শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মাগুরায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

আপডেট : ২২ জুলাই ২০২২, ২৩:০০

মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউনিয়নের নতুন গ্রামে বজ্রপাতে রামানন্দ (৪৮) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও চার শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২২ জুলাই)  বিকেলে এ ঘটনা ঘটে।

একই ঘটনায় মাহফুজা খাতুন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।  মাহফুজা মাগুরা সদরের দুলাল মোল্লার মেয়ে। সে স্থানীয় দক্ষিণ মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

রামানন্দ গোপালগঞ্জের কোটালীপাড়ার বাসিন্দা। মৌসুমী কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে কয়েকদিন আগে তিনি মাগুরায় এসেছিলেন।

স্থানীয়রা জানান, চারজন কৃষি শ্রমিক পাট কাটছিলেন। বেলা ৩টার দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় তারা মাঠের মধ্যে এক জায়গায় কাটা পাটের ছাউনির নিচে আশ্রয় নেন। আকস্মিক বজ্রপাতে পাঁচজন আহত হন। তাদের কুল্লিয়া বাজারের এক চিকিৎসকের কাছে নেওয়া হলে রামানন্দকে মৃত ঘোষণা করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির আহমেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য লাশ মাগুরায় আনার ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

ইত্তেফাক/ইউবি