শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইসির সঙ্গে সংলা‌পে খেলাফত আন্দোলন

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১১:৩৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ষষ্ঠ দিনের মতো সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় নিবন্ধিত দল বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে আলোচনায় বসে সাংবিধানিক এই সংস্থাটি। দলটির আমীর হযরত মাওলানা হাফেজ আতাউল্লাহ ইবনে হাফেজীর নেতৃত্বে ১২ সদস্য ইসির সংলাপে অংশ নিয়েছেন। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সংলাপে সভাপতিত্ব করছেন। এ ছাড়া ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ অন্য চার কমিশনারও এ সংলাপে উপস্থিত রয়েছেন। 

সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত ১৭ জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি। নিবন্ধিত ৩৯টি দলকে আমন্ত্রণ জানানো হলেও নির্বাচন ব্যবস্থায় অনাস্থাসহ নানা কারণে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ইসির ডাকে সাড়া দিচ্ছে না। এর মধ্যে দেশের অন্যতম বড় দল বিএনপিও সংলাপ বর্জন করেছে। 

ইত্তেফাক/এসজেড