বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চুরির অপবাদে শিশুর মাথা ন্যাড়া, সারারাত নির্যাতন

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৭:৩৬

টাকা চুরির অপবাদ দিয়ে রানা মিয়া (১১) নামে এক শিশুর মাথা ন্যাড়া করে শিকলে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। পরে স্থানীয় ইউপি সদস্যের হস্তক্ষেপে শিশুটি মুক্তি পায়।

রবিবার (২৪ জুলাই) নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই গ্রামের হতদরিদ্র জাহাঙ্গীর মিয়ার ছেলে।

ফতেপুর ইউনিয়নের সদস্য সুলতান উদ্দিন জানান, রুদ্রশ্রী গ্রামের কাজল মীরের ছেলে সুমন মীর শনিবার সকালে ঘরে ১১ হাজার ৫০০ টাকা বাক্সে রাখে। টাকা বাক্সে রাখার সময় প্রতিবেশী শিশু রানাসহ তার পরিবারের লোকজন উপস্থিত ছিল। বিকেলে হাওর থেকে ফিরে বাক্সের টাকা না পেয়ে শিশু রানাকে সন্দেহ করে সুমন। পরে সন্ধ্যায় বাড়ির সামনে রানাকে পেয়ে সুমন তার ঘরে নিয়ে আটকে রাখে। সারারাত নির্যাতন শেষে রবিবার সকালে মাথা ন্যাড়া করে বাড়ির সামনের বিদ্যুতের খুঁটির সঙ্গে বেধে রাখে। খবর পেয়ে রানাকে মুক্ত করা হয়।

নির্যাতনের শিকার রানা মিয়া।

শিশু রানা বলেন, ‘আমি কোনো টাকা চুরি করিনি। আমাকে শনিবার সন্ধ্যা থেকে সুমন তার ঘরে আটকে রেখে মারপিট করে। সকালে আমার মাথার চুল কেটে বিদ্যুতের খুঁটির সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখে। সুলতান মেম্বার আসার পর আমাকে ছেড়ে দেয়। আমি এর বিচার চাই।’

নির্যাতনকারী সুমন মীর বলেন, ‘শনিবার সকালে রানার সামনে ১১ হাজার ৫০০ টাকা বাক্সে রাখি। টাকা চুরি অভিযোগে তাকে শাস্তি দিয়েছি। কিন্তু এখনো আমার টাকা উদ্ধার করতে পারিনি।’

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি)  মুহম্মদ ফেরদৌস আলম জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/ইউবি