শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নেত্রকোনায় আট ফিডারে ২০ ঘণ্টা লোডশেডিং

আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৮:১৪

নেত্রকোনায় ২৪ ঘণ্টার মধ্যে আটটি ফিডারে ২০ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। মানা হচ্ছে না প্রতি দিনের দেওয়া লোডশেডিংয়ের শিডিউল। ফলে জনসাধারণের ভোগান্তি চরম আকারে পৌঁছেছে।

জানা যায়, নেত্রকোনায় যেখানে ২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, সেখানে পাওয়া যাচ্ছে ১০-১২ মেগাওয়াট। পিডিবির আওতায় বিদ্যুৎ সূক্ষ্মভাবে সঞ্চালনের জন্য আটটি ফিডারে ভাগ করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে এই আটটি ফিডারে বিদ্যুতের লোড শেডিংয়েরও সময় বেঁধে দেওয়া হয়েছে। দুই বার এক ঘণ্টা করে প্রতিটি ফিডার লাইনে মোট দুই ঘণ্টা লোডশেডিং হওয়ার কথা। এতে ২৪ ঘন্টায় লোডশেডিং হওয়ার কথা ১৬ ঘণ্টা। কিন্তু এই নির্ধারিত সময়ের বাইরেও লোডশেডিং হচ্ছে প্রতি দিন। এতে করে গড়ে লোডশেডিং হচ্ছে ২০ ঘণ্টা।

নেত্রকোনার বিদ্যুৎ গ্রাহক কামাল হোসেন বলেন, যখন-তখন বিদ্যুৎ চলে যাওয়াতে সমস্যার সৃষ্টি হচ্ছে।

নেত্রকোনা পিডিবির নির্বাহী প্রকৌশলী আহসান মহমুদ এলাহী বলেন, লোডশেডিংয়ে কমিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে। এছাড়া অনেক সময় সরবরাহ লাইনে বিপর্যয় দেখা দিলে বিদ্যুৎ সরবরাহ লাইন মেরামত না করা পর্যন্ত বন্ধ থাকে। এটা তো আর লোডশেডিংয়ের আওতায় পড়ে না। এর পরেও লোডশেডিং কমানোর জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। 

ইত্তেফাক/এআই