বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নেত্রকোনায় হাসপাতাল সড়ক বেহাল

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৯:৪৬

খানাখন্দে বেহাল নেত্রকোনা পৌর এলাকার হাসপাতাল সড়কটি। এতে একদিকে যেমন সাধারণ মানুষকে চলাচল করতে ভোগান্তি পোহাতে হচ্ছে, অন্যদিকে যানবাহনে রোগীরা হাসপাতালে যাওয়ার পথে আরো অসুস্থ হয়ে পড়ছেন। অথচ পৌরসভার এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা হচ্ছে না দীর্ঘদিন যাবত।

সরেজমিনে দেখা যায়, নেত্রকোনা শহরের মগড়া সেতু পার হয়ে জেলা প্রাণিসম্পদ অফিসের মোড় থেকে হাসপাতালটি মাত্র সিকি কিলোমিটার দূরে অবস্থিত। সড়কের একটু পর পর ভাঙা। বৃষ্টি হলেই পানি জমে।

স্হানীয়রা জানায়, মাঝেমধ্যে পৌরসভা থেকে ইট সুরকি আর বালু ফেলে গর্তগুলো ভরাট করলেও বৃষ্টি হলেই তা আর থাকে না।

স্থানীয় বাসিন্দা অ্যাভভোকেট কমলেশ চৌধুরী এবং হাবিবুর রহমান বলেন, এই সড়কটি দিয়েই হাসপাতালে রোগীরা যান। এছাড়া রয়েছে সিভিল সার্জন অফিস এবং বেশকিছু ক্লিনিক। তাই রোগীদের স্বার্থে সড়কটি সংস্কার করা দরকার।

পৌর কমিশনার আব্দুল মান্নান আরজু বলেন, সড়কটি দ্রুত সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান বলেন, নেত্রকোনা পৌর এলাকার বেশকিছু সড়ক সংস্কারের জন্য টেন্ডার দেওয়া হয়েছে। হাসপাতাল সড়কটিরও টেন্ডার হয়েছে। অচিরেই সংস্কার শুরু করা হবে। 

ইত্তেফাক/এআই