সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

যাত্রীরা চরম ভোগান্তিতে

কমলগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় দ্বিগুণ ভাড়া

আপডেট : ২৭ জুলাই ২০২২, ০৫:২০

আকস্মিকভাবে কমলগঞ্জে গ্যাস পাম্প বন্ধ হয়ে যাওয়ায় সিএনজিচালিত অটোরিকশায় দ্বিগুণ ভাড়া বৃদ্ধি পেয়েছে। রবিবার রাত থেকে ভাড়া বৃদ্ধি পাওয়ায় সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

৬০ টাকার ভাড়া ১০০ টাকা, ২০ টাকার ভাড়া ৪০ টাকা হারে আদায় করা হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ তুলেছেন। তবে বাড়তি ভাড়া গুণতে না পারায় ৪-৫ কিলোমিটারের রাস্তায় অনেকেই হেঁটে চলা শুরু করেছেন।

যাত্রীদের অভিযোগে সোমবার শমশেরনগরের দুটি সিএনজি-অটো স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, শমশেরনগর থেকে মৌলভীবাজারে ৬০ টাকার ভাড়ার স্থলে যাত্রীদের কাছ থেকে ১০০ টাকা হারে আদায় করা হচ্ছে। শমশেরনগর-শ্রীমঙ্গল সড়কেও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। রবিবার রাতে শমশেরনগর থেকে ৬ কিলোমিটারের রাস্তায় শহীদনগর বাজারে ২০ টাকার ভাড়ার পরিবর্তে ৪০ টাকা হারে আদায় করা হচ্ছে। শমশেরনগর থেকে পীরেরবাজারে ২০ টাকার পরিবর্তে ৩০ টাকা হারে আদায় করা হচ্ছে। এতে যাত্রীদের সঙ্গে সিএনজি-অটোচালকদের বাগবিতণ্ডা লেগেই আছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন। তবে সিএনজি-অটোচালকরা গ্যাস পাম্প বন্ধ থাকায় পেট্রোল দিয়ে গাড়ি চালাতে বাড়তি টাকা নিতে হচ্ছে বলে দাবি করছেন।

স্কুলশিক্ষক ইসমত আরা, ব্যবসায়ী আলমগীর হোসেন, অমৃত রবিদাস ও কলেজছাত্রী নাফিসা সুলতানা বলেন, হঠাৎ করে পূর্ব কোনো সিদ্ধান্ত ছাড়াই সিএনজি-অটোচালকরা ইচ্ছেমতো দ্বিগুণ ভাড়া বাড়িয়ে দিয়েছে। এতে হাটবাজার, স্কুল-কলেজ ও ব্যবসাপ্রতিষ্ঠানে যাতায়াতকারীদের বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়া গুণতে হচ্ছে। ফারুক মিয়া, আলমগীর হোসেন বলেন, বাড়তি ভাড়া দিতে না পেরে আমরা অনেকেই ৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে বাজারে আসতে হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ছাত্রছাত্রী ও দরিদ্র পরিবার সদস্যদের কষ্ট ভোগ করতে হবে।

শমশেরনগর-মৌলভীবাজার সিএনজি-অটোচালক সমিতির সভাপতি সিরাজ মিয়াসহ কয়েকজন চালক বলেন, রবিবার গ্যাস পাম্প বন্ধ ছিল। অনেকেই পেট্রোল দিয়ে গাড়ি চালাতে গিয়ে বাড়তি ভাড়া নিয়েছেন। এছাড়া তাদের কোনো উপায় ছিল না। তাছাড়া গ্যাস না থাকায় অনেকেই গাড়িও বন্ধ রেখেছেন। তবে যাত্রীদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণে ভাড়া আদায় করার জন্য চালকদের বলা হচ্ছে। এ ব্যাপারে কমলগঞ্জের নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দীন বলেন, চাহিদার বেশি গ্যাস ব্যবহার করায় জালালাবাদ গ্যাস কোম্পানি গ্যাস পাম্প বন্ধ রেখেছিল। তবে যানবাহনে দ্বিগুণ ভাড়া বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।

ইত্তেফাক/এমএএম