শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিজিবির মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন

আপডেট : ২৭ জুলাই ২০২২, ০৫:৪৮

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ বাস্তবায়নে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ মঙ্গলবার সকালে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের শহিদ ক্যাপ্টেন আশরাফ হলসংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন। 

এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে বর্তমান প্রেক্ষাপটে মৎস্য চাষের বিকল্প নেই। 

তিনি আরো বলেন, সব পুকুর-জলাশয় ফেলে না রেখে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে মাছ চাষ করলে তা জাতীয় পুষ্টির চাহিদা পূরণ করেও বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তাই তিনি প্রতিটি বিজিবি সদস্যকে মৎস্য চাষে ব্রতী হয়ে বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপিতে যে সব পুকুর ও জলাশয় রয়েছে তা সংস্কার করে মাছ চাষ করার আহ্বান জানান।

ইত্তেফাক/এমএএম