বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাবার মামলায় কারাগারে ছেলে 

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৬:২০

নওগাঁর বদলগাছীতে বৃদ্ধ বাবার করা প্রতারণা মামলায় ছেলেকে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। বদলগাছী থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, উপজেলা সদরে জিধিরপুর গ্রামের আব্দুর রহমান সঞ্চয়পত্র থেকে ৮ লাখ টাকা উত্তোলন করেন। রুপালী ব্যাংক বদলগাছী শাখায় নিজের নামে ফিক্সড ডিপোজিট করার জন্য ছেলে শহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে ব্যাংকে যান আব্দুর রহমান। শহিদুল তার বাবার নামে ডিপোজিট না করে পুরো ৮ লাখ টাকা নিজ নামে ডিপোজিট করে নেন। 

পুলিশ জানায়, একাধিকবার ছেলেকে বলে ও স্থানীয় চেয়োরম্যানের কাছে শালিশ দিয়ে কোনও ফল না পাওয়ায় ২৬ জুলাই বাবা আব্দুর রহমান বাদী হয়ে ছেলের ‍বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেন।  

সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘আমার কাছে অভিযোগ দিয়েছিলেন আব্দুর রহমান। অভিযোগের প্রেক্ষিতে শহিদুল সময় নিয়ে ৪ লাখ টাকা দেওয়ার অঙ্গিকার করে। কিন্ত পরে আর শহিদুল টাকা না দেওয়ায় তার বাবা মামলা দায়ের করেন।’ 

বদলগাছী থানার ওসি তদন্ত রায়হান হোসেন বলেন, ‘মামলা রেকর্ড হওয়ার পর শহিদুলকে আটক করে ২৭ জুলাই নওগাঁ জেল হাজতে প্ররণ করা হয়েছে।’ 

 

 

ইত্তেফাক/এসজেড