সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বশেমুরবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:৪১

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে (বশেমুরবিপ্রবি) দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।  

শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বশেমুরবিপ্রবি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ১ হাজার ৪১১জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩৪৭জন অংশগ্রহণ করেন। এতে উপস্থিতির হার ছিল প্রায় ৯৫.৪৬ শতাংশ। 

গুচ্ছের পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এসময় তিনি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের (মানবিক অনুষদ) পরীক্ষা আগামী ১৩ আগস্ট এবং ‘সি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) পরীক্ষা ২০ আগস্ট সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। এ দু'টি পরীক্ষায় বশেমুরবিপ্রবি কেন্দ্রে যথাক্রমে ২ হাজার ৩০৪ জন (‘বি’ ইউনিট) এবং ৩৭১ জন (‘সি’ ইউনিট) ভর্তিচ্ছু অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

ইত্তেফাক/এমএএম