শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রথম ওভারেই জোড়া উইকেট মোসাদ্দেকের

আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৭:১৫

মোসাদ্দেকের অফ স্টাম্পের বেশ বাইরে বলে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দেন রেজিস চাকাভা। আর ওভারের শেষ বলে ক্যাচ দেন ওয়েসলে মাধেভেরে। প্রথম ওভারে মোসাদ্দেকের ২ উইকেট। বোলিংয়ে স্বপ্নের মতো শুরু পেয়েছে বাংলাদেশ।

এর আগে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ এরভিন। হারারে ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হয়।

প্রথম ম্যাচে ১৭ রানে জিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে তাদের। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোনো পথ নেই টাইগারদের।

আজ দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ। একাদশে এসেছেন পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান,  শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা, ওয়েসলি মাধভেরে, ক্রেইগ এরভিন (অধিনায়ক), শেন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন সুম্বা, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, রিচার্ড এনগারাভা, লুক জংইউ, ও তানাকা চিভাঙ্গা।

ইত্তেফাক/ইউবি