জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অণুজীব বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে অণুজীব বিজ্ঞান বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ২০১৪-১৫ ও ২০১৫-১৬ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাকারিয়া মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার এবং বিভাগীয় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শামীমা বেগম।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।