বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের সংলাপের শেষ দিনে আজ বাংলাদেশ আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অংশ নিয়েছেন l জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রতিনিধিদলে কোন কোন নেতা থাকবেন সেটি নির্ধারণ করেছেন l
আওয়ামী লীগের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি l প্রতিনিধি দলে সদস্য ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য ড۔ আবদুর রাজ্জাক এমপি, প্রেসিডিয়াম সদস্য ফারুক খান এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লা, উপদেষ্টা মন্ডলীর সদস্য সাহাবুদ্দিন চুপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক ড۔ হাসান মাহমুদ এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড۔ আবদুস সোবহান গোলাপ এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক ড۔ সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা l
২০১৮ সালের সংসদীয় নির্বাচনের পর এটি রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সবচেয়ে ব্যাপক ভিত্তিক সংলাপ l
আজকের সংলাপে আওয়ামী লীগের পক্ষ থেকে ১৫ টি বিষয় নির্বাচন কমিশনের সামনে বক্তব্যের মাধ্যমে উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের l আওয়ামী লীগের লিখিত প্রস্তাবনাটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন l
সংলাপ সভায় সভাপতিত্ব করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল l সভায় সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বক্তব্য রাখেন l সভার শুরুতে সূচনা বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার l