কুষ্টিয়ার দৌলতপুর থানার শিশু ধর্ষণ মামলায় সুজন (২৬) নামে প্রতিবেশী যুবকের যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (৩১ জুলাই) কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সুজন (২৬) দৌলতপুর উপজেলার আলী নগর গ্রামের শাহারুল মণ্ডলের ছেলে।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাড. আব্দুল হালিম বলেন, দৌলতপুর থানার শিশু ধর্ষণ মামলাটি দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আসামি সুজনের বিরুদ্ধে আনিত শিশু ধর্ষণে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সাজার আদেশ দিয়েছেন আদালত।