দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অন্তত ৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ২১ জন। সোমবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।
এ নিয়ে চলতি বছর দেশে মোট ২ হাজার ৭৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। রোগীদের মধ্যে ৩৪৪ জন এখনও চিকিৎসাধীন। তাদের মধ্যে ৭৭ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছর এখন পর্যন্ত ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। আর এখন পর্যন্ত মোট ২ হাজার ৩৯৩ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।