বিয়ের পর সংসার যেমন সামাল দিচ্ছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, তেমনি নতুন প্রজেক্টের কাজ নিয়েও ব্যস্ত তিনি। ‘কে বিউটি’ নামে তার একটি বিউটি ব্র্যান্ড রয়েছে। নারীদের আরো সুন্দর করে তোলার উদ্দেশ্য ব্র্যান্ডটির যাত্রা শুরু করেন ক্যাটরিনা।
‘বিউটি ব্র্যান্ড অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে ক্যাটরিনার এই প্রতিষ্ঠান। ভোগ ইন্ডিয়া এই পুরস্কার প্রদান করেছে। এই প্রাপ্তিতে উচ্ছ্বসিত ক্যাটরিনা। তাই খবরটি ইনস্টাগ্রামে নিজেই শেয়ার করেছেন।
স্ত্রীর এই সাফল্যে উচ্ছ্বসিত অভিনেতা ভিকি কৌশলও। আর ক্যাটরিনার সবচেয়ে বড় চিয়ার লিডার যে ভিকি তা তো কারো অজানা নয়।
ক্যাটরিনার পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে ভিকি ‘আনস্টপেবল’ গানটি জুড়ে দেন। সঙ্গে লিখেন, ‘আমার জীবনের শ্রেষ্ঠ নারী পেয়েছে ব্র্যান্ড অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ড! অভিনন্দন সুন্দরী।’
সদ্যই ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং শেষ করেছেন। তার হাতে রয়েছে ‘ফোন ভূত’, ‘মেরি ক্রিসমাস’-এর মতো সিনেমার কাজ। ভিকিও কম ব্যস্ত নন, সুজিত সরকারের ‘সর্দার উধম সিং’, মেঘনা গুলজারের পরিচালনায় স্যাম ম্যানেকশের বায়োপিকের কাজ তার হাতে রয়েছে।