আশ্চর্য এক ঘটনার সাক্ষী হলো পুরো বিশ্ব। দাবা খেলার সময় সাত বছর বয়সী এক বাচ্চা ছেলের আঙুল ভেঙে ফেলা হয়েছে। ঘাতক অবশ্য রক্ত-মাংসের কোনো মানুষ নয়, একটি দাবাড়ু রোবট।
গত সপ্তাহে মস্কোতে এ ঘটনা সংঘটিত হয় বলে রাশিয়ার সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে। এ বিষয়ে মস্কো দাবা ফেডারেশনের প্রেসিডেন্ট সের্গেই লাজারেভ বলেন, ‘রোবটটি শিশুটির আঙুল ভেঙে দিয়েছে। এটা অবশ্যই খারাপ।’
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় রোবটটি ছেলেটির সৈন্যদলের একটিকে (দাবা খেলায় সৈন্য) নিয়ে যাচ্ছে। ছেলেটি তখন নিজের চাল দেয়, এবং রোবটটি তার আঙুল ধরে ফেলে।
চারজন প্রাপ্তবয়স্ক লোক ছেলেটিকে সাহাঘ্য করার জন্য ছুটে আসে। শেষ পর্যন্ত ছেলেটি রোবটের হাত থেকে মুক্তি পায় এবং তাকে দূরে নিয়ে যাওয়া হয়। লাজারেভ বলেন, ‘মেশিনটি কোনো অঘটন ছাড়াই আগের অনেক ম্যাচ খেলেছে।’
কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট কর্তৃক মানুষের আঘাত করার ঘটনা নতুন নয়। এর আগে অসংখ্যবার এ ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে মানব জাতিকে।