শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জুলাইয়ে রফতানি আয় বেড়ে ৩.৯৮ বিলিয়ন ডলার

আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৬:৪৯

চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম মাস জুলাইয়ে রফতানি আয় ১৫ শতাংশ বেড়ে ৩ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্যে বিষয়টি জানানো হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, জুলাইয়ে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলারের চেয়ে এক দশমিক ৬৫ শতাংশ বেশি আয় হয়েছে।

ছবি: আব্দুল গনি (ফাইল ছবি)

ইপিবির তথ্য অনুযায়ী, গত মাসে বাংলাদেশ ৩৯৮ কোটি মার্কিন ডলারের সমমূল্যের পণ্য রফতানি করেছে। ২০২১ সালের জুলাই মাসে এ রফতানি পরিমাণ ছিল ৩৪৭ কোটি ডলার। এ ক্ষেত্রে আগের বছরের তুলনায় চলতি বছরের জুলাইয়ে রফতানি প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৭২ শতাংশ।

মূলত পোশাকখাতের চালান বৃদ্ধির কারণে রফতানি আয় বৃদ্ধি পেয়েছে। এই খাত জাতীয় রফতানিতে ৮৪ শতাংশ অবদান রাখে।

আগের বছরের একই সময়ের চেয়ে জুলাইয়ে পোশাকখাতে রফতানি ১৬ দশমিক ৬১ বেড়ে ৩ দশমিক ৩৬ বিলিয়ন ডলার হয়েছে বলেও জানিয়েছে ইপিবি।

ইত্তেফাক/এএএম