বগুড়ার ডিবি পুলিশ অভিযান চালিয়ে গত সোমবার রাতে বিভিন্ন প্রজাতির বন্যপাখি উদ্ধার করেছে। এজন্য আতোয়ার আলী (৫২) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরে অবৈধভাবে বন্য পাখি সংরক্ষণের অভিযোগে ঐ ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় তার কাছ থেকে উদ্ধার ৩১৪টি চার প্রজাতির বন্য পাখি অবমুক্ত করা হয়। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দুপচাঁচিয়া থানা চত্বরে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
পুলিশ সুপার জানান, বগুড়া ডিবির অভিযানে গত সোমবার রাত পৌনে ৯টায় দুপচাঁচিয়ার ডাঙাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ৩১৪টি বন্যপাখিসহ আতোয়ার আলীকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে বন্যপাখি কেনাবেচা ও সংরক্ষণ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী।