১৬ বছর পর কক্সবাজারে অস্ত্র মামলার দুটি ধারায় এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আসামির নাম মো. শহীদুল্লাহ। একই সঙ্গে অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহমুদুল হাসান। তবে আসামি পলাতক রয়েছে।
আদালতের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) জিয়াউদ্দিন আহমেদ বলেন, আসামি মো. শহীদুল্লাহর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছর ও ১৯ (এফ) ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। আসামি পলাতক রয়েছে। গ্রেফতারের পর থেকে রায় দুটি একই সঙ্গে কার্যকর হবে।
তিনি আরও বলেন, ২০০৬ সালের ১৭ আগস্ট ঈদগড় ছগিরশাহ কাটার আবদুর রহমানের বসতবাড়ির উঠান এবং পশ্চিমমুরা গভীর অরণ্যের আরেকটি বাসা থেকে অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন রামু থানায় মামলা করেন এএসআই ওমর ফারুক।