কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে গতকাল মঙ্গলবার সকালে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতের নাম নাসির উদ্দিন। উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মধ্যমান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নাসির উদ্দিন ঐ গ্রামের আবদুল করিমের ছেলে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, নাসির উদ্দিন ও তার চাচাতো ভাই একই গ্রামের আব্দুল বাতেনের ছেলে স্বপন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ জমিতে কলাগাছের ছড়ি কাটা নিয়ে নাসির ও স্বপন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে চাচাতো ভাই স্বপন তার হাতে থাকা দা দিয়ে নাসিরের গলায় কুপিয়ে জখম করে। এ সময় নাসির উদ্দিন গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, অভিযুক্ত স্বপনকে আটকে পুলিশ অভিযান অব্যাহত আছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।