শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ক্যাসিনোকাণ্ডের হোতা সেলিম প্রধানের সঙ্গে সাক্ষাৎ রাশিয়ান স্ত্রীর

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০৩:২৩

ক্যাসিনোবিরোধী অভিযানে তিন বছর আগে গ্রেফতার হয়েছিলেন সেলিম প্রধান। অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালতে তার বিচার চলছে।

গতকাল বুধবার আদালতের অনুমতি নিয়ে সেলিমের সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী রাশিয়ান নাগরিক আনা প্রধান। আদালত কক্ষেই এই সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে আনা প্রধান সাংবাদিকদের বলেন, তিনি তিন দিন আগে বাংলাদেশে এসেছেন। এখন এই দেশেই থাকবেন। তাদের সন্তান আছে। তিনি আইনের মধ্যে থেকেই স্বামীর ন্যায়বিচার চান।

এর আগে সকালে কারাগার থেকে ঢাকার অধস্তন আদালতের হাজত খানায় আনা হয় সেলিম প্রধানকে। পরে তাকে দুর্নীতির মামলায় হাজির করা হয় ঢাকার বিশেষ জজ আদালত-৬ এ। সেখানে উপস্থিত হন তার স্ত্রী। পরে মামলার বিচার কার্যক্রম শুরু হয়। এরপর আইনজীবীর মাধ্যমে আদালতের বিচারক আসাদ মো. আসিফুজ্জামানের কাছ থেকে অনুমতি নিয়ে আদালত কক্ষেই স্বামীর সঙ্গে কথা বলেন আনা।

ইত্তেফাক/এমএএম