যশোরে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগস্ট) বিকালে বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামে এ ঘটনাটি ঘটে।
মৃতরা হলেন- ঐ গ্রামের মৃত খেলাফত হোসেনের ছেলে তৌহিদুর রহমান (৪৫) ও তার ছোটভাই রুহুল আমীন (৪০)।
মৃতের চাচা রেজাউল ইসলাম সুইট জানান, বুধবার বিকেলে রুহুল আমিন গবাদিপশুর জন্য ঘাস কাটছিল। এসময় অসাবধানতাবশত তিনি মেশিনে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ অবস্থা দেখতে পেয়ে ভাইকে বাঁচাতে গিয়ে বড়ভাই তৌহিদুর রহমানও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। সন্ধ্যায় স্বজনরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনলে ডা. শুভাশিষ রায় দুজনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে চিকিৎসক শুভাশিষ রায় জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।