পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে কক্সবাজার জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে মশাল মিছিলটি কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান সড়ক হয়ে রুমালিয়ারছড়ায় গিয়ে শেষ হয়।
কক্সবাজার জেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের নেতৃত্বে মশাল মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
গত রবিবার সারাদেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। সমাবেশে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হন এবং জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমসহ অর্ধশতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী আহত হন। বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকার গ্রিনরোড কমফোর্ট হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় নুরে আলমও মারা যান। এরপর দেশব্যাপী বিক্ষোভ করছে ছাত্রদল।