শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তাইওয়ান ইস্যুতে বাংলাদেশের সমর্থন চাইল চীন

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৭:১৫

আমেরিকার স্পিকার ন্যান্সি পেলসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের সমর্থন আশা করছে চীন। বৃহস্পতিবার (৪ আগস্ট) ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এক বিবৃতিতে এই আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের বহু বছরের অনুসৃত ‘এক চীন’ নীতির প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে তাইওয়ান বিষয়ে চীনের আইনানুগ ও যুক্তিসংগত অবস্থানকে বাংলাদেশ সমর্থন দেবে বলে তার দেশ মনে করে।’

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। ছবি: সংগৃহীত

আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বাংলাদেশ চীনের সঙ্গে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

চীনের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ ও চীন ভালো প্রতিবেশী, বিশ্বাসযোগ্য বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার। সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতার মতো মৌলিক স্বার্থের বিষয়ে উভয় দেশ সবসময় একে অপরকে বোঝে এবং সমর্থন করে।’ ‘ওয়ান-চায়না’ নীতি এবং তাইওয়ানের স্বাধীনতাবিরোধী অবস্থান নেওয়ার জন্য বাংলাদেশের প্রতি সন্তুষ্টি জানায় চীন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-য়ের আসন্ন ঢাকা সফরের আগে রাষ্ট্রদূতের এই বিবৃতি গুরুত্ববহ বলে মনে করছে কূটনৈতিক মহল। ওয়াং ই আগামী ৬ ও ৭ আগস্ট ঢাকা সফর করবেন।

ইত্তেফাক/টিআর