বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

হিটে বাদ রাকিবুলও

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ২৩:৫২

যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে চলমান ২২তম কমনওয়েলথ গেমসে পুরুষ বিভাগে ২০০ মিটার স্প্রিন্টের হিটে নিজ গ্রুপে সপ্তম হয়েছেন বাংলাদেশের রকিবুল হাসান। অবশ্য বার্মিংহামে আসার পর করোনায় আক্রান্ত হওয়ায় তার ট্র্যাকে নামা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। 

তবে সব শঙ্কা দূর করে আজ আলেকজান্ডার স্টেডিয়ামের ট্র্যাকে ২০০ মিটার স্প্রিন্টে ২২.৪৬ সেকেন্ডে দৌঁড় শেষ করে হিটে নিজ গ্রুপে আট জনের মধ্যে সপ্তম হন। সব মিলিয়ে তার স্থান ৪৯তম। ২০.৩০ সেকেন্ড সময় নিয়ে রাকিবুলের গ্রুপ থেকে পরের রাউন্ডে উঠেছেন ইংল্যান্ডের ঝারনেল হিউজেস। 

এ ছাড়া নারীদের হাই জাম্পে বাংলাদেশের উম্মে হাফসাও কোনো সুখবর দিতে পারেননি। হিটে প্রথমবার ১ দশমিক ৬৬ মিটার উচ্চতা অতিক্রম করতে পারলেও পরে উচ্চতা বাড়ানোর পর তিন প্রচেস্টাতেই ব্যর্থ হন রুমকি। বাছাই পর্বের খেলায় অংশ নিয়ে রুমকি নয়জনের মধ্যে সবার শেষে জায়গা পান। আলেকজান্ডার স্টেডিয়ামে রুমকি নিজের ইভেন্টে খেলতে নেমে গ্রুপ ‘এ’ তে ১ দশমিক ৬৬ মিটার উচ্চতায় লাফিয়ে প্রথম ধাপ পাড় হলেও পরের ১ দশমিক ৭০ উচ্চতায় লাফাতে ব্যর্থ হয়ে ছিটকে পড়েন। রুমকি মোট ১৮ জনের মধ্যে ১৮তম হন। নাইজেরিয়ার সিমবিয়াত আদেসিনা ১ দশমিক ৮১ মিটার লাফিয়ে এই গ্রুপে সেরা হয়েছেন।

সব মিলিয়ে ধারাবাহিক ব্যর্থতার মধ্যদিয়ে বার্মিংহাম কমনওয়েলথ গেমস অ্যাথলেটিক্স শেষ করলো বাংলাদেশ।

ইত্তেফাক/জেডএইচডি

এ সম্পর্কিত আরও পড়ুন