ইউক্রেনের সেনারা আবাসিক ভবন, স্কুল ও হাসপাতালকে ঘাঁটি বানিয়ে বেসামরিক লোকজনকে ঝুঁকিতে ফেলছে বলে অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। পাশাপাশি ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে যুদ্ধের আন্তর্জাতিক আইন লঙ্ঘনেরও অভিযোগ তুলেছে সংস্থাটি। বৃহস্পতিবার ( ৪ জুলাই) সংস্থাটির পক্ষ থেকে এসব অভিযোগ জানানো হয়।
অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, আমরা ইউক্রেনীয় বাহিনীর কয়েকটি ঘটনা নথিভুক্ত করেছি। তারা জনবহুল এলাকায় কাজ করার সময় বেসামরিক নাগরিকদের ঝুঁকির মধ্যে ফেলছে এবং যুদ্ধের আইন লঙ্ঘন করছে।
সংস্থার প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সেনারা বেসামরিক লোকজনকে সরিয়ে ঘাঁটি গড়েছে। তারা সেখান থেকে রুশ সেনাদের ওপর হামলা চালাচ্ছে। এতে বেসামরিক লোকজন ঝুঁকির মধ্যে পড়ছে।
অ্যামেনেস্টির গবেষকরা ইউক্রেনের পাঁচটি স্থানের হাসপাতাল ও ২২টি স্কুলকে সেনাঘাঁটি হিসেবে ব্যবহৃত হতে দেখেছেন। যুদ্ধের শুরু থেকেই ওই স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়।
একজন বাসিন্দা অ্যামেনেস্টিকে বলেন, সামরিক বাহিনী যা করছে তাতে আমাদের কোনো বক্তব্য নেই। তবে আমাদের মূল্য দিতে হচ্ছে।
এদিকে, ইউক্রেনের সরকার অ্যামেনেস্টির এমন প্রতিবেদনের নিন্দা জানিয়েছে। দেশটি বলছে, রাশিয়ার সঙ্গে যোগসাজশ করে অ্যামেনেস্টি এই প্রতিবেদন দিয়েছে।