বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

যুক্তরাষ্ট্রে আগুনে শিশুসহ ১০ জনের মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৩:৫২

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় পেনসিলভানিয়া রাজ্যে শুক্রবার (৫ আগস্ট) একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ায় তিন শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন। পেনসিলভানিয়া পুলিশ এ কথা জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, এ অঙ্গরাজ্যের উত্তরপূর্বাঞ্চলীয় নেসকোপেক শহরে শুক্রবার ভোরে এ আগুনের ঘটনা ঘটে। এতে নিহতদের মধ্যে পাঁচ, ছয়, ও সাত বছর বয়সের তিন শিশু রয়েছে।

আগুনের ঘটনায় প্রাণ হারানো অন্যদের বয়স ১৯ থেকে ৭০ বছরের মধ্যে রয়েছে। আগুনের কবল থেকে প্রাপ্তবয়স্ক তিনজন প্রাণে বেঁচে যান।

পুলিশ জানায়, ঘটনায় বাড়িটি একেবারে পুড়ে যায়। এ দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের অনুসন্ধানে সহায়তা করতে কে ৯ ইউনিট মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে পরিবেশিত ভিডিও ফুটেজে দুই তলা বিশিষ্ট এ বাড়ির দেয়াল পুড়ে আগুন আস্তে আস্তে উপরের দিকে উঠে ভবনটির অবশিষ্ট অংশ পুড়তে দেখা যায়। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

ইত্তেফাক/টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন