শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নির্দয়: জিএম কাদের

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৫:২৭

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নির্দয় ও নজিরবিহীন বলে অভিহিত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শনিবার (৬ আগস্ট) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, অকটেনের দাম প্রতি লিটারে ৮৯ টাকা থেকে ১৩৫ টাকা বাড়ানো হয়েছে। ৮৬ টাকা লিটারের পেট্রোল বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। ৮০ টাকার ডিজেল ও কেরোসিনের দাম ৪২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি লিটার বিক্রি হচ্ছে ১১৪ টাকায়।

বিবৃতিতে জিএম কাদের আরও বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বেড়ে যাবে পরিবহন ব্যয়। নিত্যপণ্যের দাম বেড়ে যাবে কয়েকগুণ। পাশাপাশি দেশীয় পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। এতে রপ্তানি শিল্পে বিপর্যয় সৃষ্টি হবে। ভয়াবহ পরিণতির দিকে অগ্রসর হবে দেশের অর্থনীতি। হাহাকার উঠবে মানুষের পরিবারে। তাই, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।

 

ইত্তেফাক/ইউবি