শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘ওহসোগো ডটকম’র উদ্বোধনী অনুষ্ঠানে তারকামেলা

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৪:৫৫

সংগীত তারকা তাহসান, সাদাকালো গানের গায়ক আরফান মৃধা শিবলু, মডেল অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, চিত্রনায়ক নীরব, ক্রিকেটার মাশরাফিসহ একঝাঁক তারকার মিলনমেলায় যাত্রা শুরু করলো ‘ওহসোগো ডটকম’।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শতভাগ অথেন্টিক এবং দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার নিশ্চয়তা আর প্রতিশ্রুতি নিয়ে গত এপ্রিল মাসে পরীক্ষামূলকভাবে এই ই-কমার্স সাইটটি কার্যক্রম শুরু করে। এরইমধ্যে ভোক্তাদের মাঝে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিইও  জাহিদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে বিউটি ও পারসোনাল প্রোডাক্টের ব্যাপক বাজার তৈরি হলেও অনেক বেশি দাম দিয়েও অথেন্টিক ইন্টারন্যাশনাল প্রোডাক্ট পায় না ভোক্তারা। আমাদের প্রতিষ্ঠান সেই জায়গায় সততার সঙ্গে কাজ করছে।’

ইত্তেফাক/আরএইচ/বিএএফ