শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পিএসজির প্রথম ম্যাচে থাকছেন না এমবাপ্পে

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৭:০৫

ক্লারমন্টের বিপক্ষে পিএসজির লিগ ওয়ানের নতুন মৌসুমের প্রথম ম্যাচে পেশির ইনজুরির কারণে খেলতে পারছেন না তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৭২ ঘণ্টা পর্যবেক্ষনে থাকবেন এমবাপ্পে।

ইতোমধ্যেই ফরাসি মৌসুম শুরুর প্রথম ম্যাচে তেল আবিবে নঁতের বিপক্ষে ৪-০ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলে পিএসজি। সেই ম্যাচে নিষেধাজ্ঞার জন্য মাঠে ছিলেন এমবাপ্পে। 

নতুন কোচ ক্রিস্টোফে গালটিয়ারের অধীনে লিগ ওয়ান শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামতে যাচ্ছে পিএসজি। নঁতের বিপক্ষে গোল করা লিওনের মেসি ও নেইমারের সাথে নতুন চুক্তিভূক্ত ভিতিনটা, হুগো একিটিকে ও নর্ডি মুকিয়েলে দলে থাকবেন বলে গালটিয়ার নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/জেডএইচডি