চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ও একের পর এক খুনের ঘটনায় নারায়ণগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তার সঙ্গে ভয়াবহভাবে যুক্ত রয়েছে মাদক বিক্রির মহোত্সব ও কিশোর গ্যাংয়ের উত্পাত। জেলার থানাগুলোতে স্থানীয় প্রশাসনের উদাসীনতা অপরাধীদের বেপরোয়া করে তুলেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। গত এক মাসে ১১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকটি হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জানান, পুরো জেলায় প্রধান দুই সমস্যা হচ্ছে মাদক ও কিশোর গ্যাং। এর মধ্যে সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের উত্পাত বেশি। কিশোর গ্যাংয়ের উৎপাতে প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছে মানুষ।
জুলাই মাস জুড়ে মায়ের বিরুদ্ধে সন্তানকে হত্যা, পুলিশ সুপার কার্যালয়ের সামনে কিশোর গ্যাং হামলায় লোমহর্ষক হত্যাকাণ্ডসহ পুরো মাসে একাধিক ঘটনায় ১১টি খুনের ঘটনা ঘটে। এর মধ্যে সদর উপজেলায় ছয়টি, সোনারগাঁওয়ে দুইটি, আড়াইহাজারে দুইটি ও রূপগঞ্জে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত তথ্য মতে, ১ জুলাই সোনারগাঁয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে জুনু আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ ওঠে।
ঘটনার পর থেকে পলাতক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। গত ৩ জুলাই আড়াইহাজারের উজান গোবিন্দপুর এলাকায় জুয়ার টাকার জোগাড় করতে গিয়ে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় ঘাতক সাদিকুর রহমান সাদিকে আড়াইহাজারের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পিবিআই। গত ৪ জুলাই ফতুল্লায় শারমিন নামের এক নারীর বিরুদ্ধে তার আড়াই বছরের শিশুকন্যাকে গলা টিপে হত্যার অভিযোগ ওঠে। গত ৬ জুলাই আড়াইহাজারে আনোয়ারা নামে এক গৃহবধূকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। গত ২০ জুলাই রূপগঞ্জের একটি ডক ইয়ার্ডের পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত পরিচয়ে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ইট দিয়ে তরুণীর মুখ থেঁতলে দেওয়া হয়। গত ২৬ জুলাই ফতুল্লায় বোনকে মারধরের প্রতিবাদ করায় হাশেম মোল্লা নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করে ভগ্নিপতি। এ ঘটনায় নিহতের ছোট ভাই জামাল হোসেন বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৭ জুলাই সিদ্ধিরগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের হামলায় ইমন নামে এক কলেজছাত্র খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই কলেজ ছাত্র। গত ২৮ জুলাই সোনারগাঁয়ে নিখোঁজের দুই দিন পর মাটি চাপা অবস্থায় হুমায়রা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হুমায়রার ভাবি বৈশাখী আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। ২৮ জুলাই রাতে চর আলীরটেকের ধলেশ্বরী নদী থেকে হাত-পা বাঁধা ভাসমান অবস্থায় বশির ব্যাপারী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। ৩০ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার পশ্চিম দেওভোগ মাদ্রাসার শেষ মাথায় মিয়াপাড়ার মাঠে হোসিয়ারি শ্রমিক মেহেদী হাসানকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। মাসের শেষ দিন রাতে জেলা শহরে ঘটে ভয়াবহ ঘটনা। যেখানে আইনের রক্ষকদের আনাগোনা, সেই এলাকাতেই প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের হামলায় খুনের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সজিব নামে যুবককে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা কামাল হোসেন ২১ জনকে আসামি করে মামলা করেছেন। মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ পুলিশের অপরাধ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমীর খসরু এই বিষয়ে বলেন, ‘জেলা জুড়ে এ মাসে বিভিন্ন কারণে খুনের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহ এর মধ্যে প্রধান কারণ। পারিবারিক কলহের পেছনে বেশকিছু কারণ রয়েছে। দাম্পত্য কলহ, সম্পত্তি নিয়ে বিরোধ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, যৌতুক, মাদকাসক্ত এসব বিষয় হত্যাকাণ্ডগুলোর প্রধান কারণ হিসেবে রয়েছে। এসব ঘটনা বন্ধ করার জন্য আমাদের পারিবারিক সম্পর্ক আরো দৃঢ় করতে হবে। সচেতনতা তৈরি করতে হবে। কিশোর গ্যাংয়ের উৎপাতের বিষয়ে বলেন, ‘কিশোর গ্যাংয়ের অরাজকতা আগের তুলনায় কমেছে। কিশোর গ্যাংয়ের উত্পাত রোধে আবারও অভিযান শুরু করা হবে। ’