পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে তাণ্ডব চালিয়েছে ইহুদি বসতিরা। জেরুজালেমের গভর্নর বলেছেন, রবিবার (৭ আগস্ট) সকাল থেকে ইহুদি বসতিদের ২৬টি গ্রুপ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে তাণ্ডব চালিয়েছে। আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জেরুজালেমের গভর্নর বলেন, রবিবার অন্তত এক হাজার ৩৫১ জন ইহুদি বসতি আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন।
গত কয়েক দিন থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত আবারও তীব্র হয়ে উঠেছে।
শুক্রবার রাতভর গাজা ভূখণ্ড থেকে ছোঁড়া শত শত রকেট হামলার জবাবে ইসরায়েলি বিমানবাহিনী ওই উপত্যকার বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর গোলাবর্ষণ করেছে। এতে একটি শিশুসহ ১১ ব্যক্তি নিহত হয়েছে।
নিহতদের মধ্যে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজি)-এর নেতা তাইসির জাবারিও রয়েছেন।
বিবিসি সংবাদদাতারা জানাচ্ছেন, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর থেকে অভিযান চালিয়ে পিআইজির ১৯ জন সদস্যকে গ্রেপ্তার করেছে। সর্বশেষ এসব ঘটনা গত এক বছরের মধ্যে ইসরায়েল এবং গাজার মধ্যে সবচেয়ে গুরুতর সহিংসতা।
গত বছরের মে মাসে ১১-দিনের লড়াইয়ে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে সহিংসতায় ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি এবং এক ডজন ইসরায়েলি নিহত হয়।
সর্বশেষ সংঘাতে শনিবার ইসরায়েলের শহরগুলিতে রকেট হামলার সতর্কতার সাইরেন বাজতে থাকে। ইসরায়েলি সেনাবাহিনী জানাচ্ছে, গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রাতভর প্রায় ২০০টি রকেট ছোঁড়া হয়েছে।
তবে সেগুলোর বেশিরভাগই ইসরায়েলের "আয়রন ডোম" ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়। এসব হামলায় কোন ইসরায়েলি হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যাচ্ছে।